অপরিচ্ছন্ন ও পরিমাপে কম দেওয়ার অভিযোগে পাঁচ মিষ্টি দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, দোকান অপরিচ্ছন্ন রাখা ও পরিমাপে কম দেওয়ায় বাসষ্ট্যান্ডের সাহা, নিউ সাহা, আদি, ইসলামিয়া সহ মোট পাঁচটি দোকানে অভিযান চালানো হয়।
বাবু/জেএম