শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
স্বাস্থ্য সেবায় কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩১ PM

সারাদেশে ডেঙ্গুতে প্রতিদিন মৃত্যু ও আক্রান্ত বেড়েই চলেছে। নানান উদ্যোগের পরও কিছুতেই যেন ডেঙ্গুর প্রকোপ কমছে না। এমন পরিস্থিতিতে ‘ডেঙ্গু’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলে এই অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘ডেঙ্গু’ অ্যাপের মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু রোগীর ‘ফ্লুইড ম্যানেজমেন্ট’ করতে পারবেন। রোগীর কখন কী পরিমাণ ফ্লুইড প্রয়োজন, তা এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া কোন হাসপাতালে কত শয্যা ফাঁকা, তা জানতে পারবেন সাধারণ মানুষ। অ্যাপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে।


ডেঙ্গু কমে নাই জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। এছাড়া রোগীর জ্বর হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, দেরিতে হাসপাতালে গেলে মৃত্যুঝুঁকি বেড়ে যায়। মশা নিয়ন্ত্রণে যারা কাজ করছে তাদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন দেন স্বাস্থ্যমন্ত্রী। 

স্বাস্থ্য সেবায় কোনো ঘাটতি নেই বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। মশা না কমলে রোগী কমবে না তাই মশা মারার তাগিদ দেন মন্ত্রী। স্মার্ট বাংলাদেশ সব কিছুতে উন্নত পর্যায়ে পৌঁছেছে আইটি ব্যবহার করে আমরা করোনা মোকাবিলা করেছি। ডেঙ্গু ক্ষেত্রে আইটি ব্যবহার করে কোনো রোগীর কতোটুকু ফ্লুইড দিতে হবে তা দ্রুত নির্ণয় করা যাবে।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত