ঢাকা-কালীগঞ্জ সড়কের টঙ্গী স্টেশনরোড এলাকার এম এস টেলিকমের মালিককে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর করে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় সংশ্লিষ্ট ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, টঙ্গী পূর্ব থানার ২০০ গজের মধ্যে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার সরকারি হাসপাতালের বিপরিতে অবস্থিত উল্লেখিত বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান। এর মালিক সুমন মিয়া। প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ১১টার দিকে বেচাকেনার পর প্রতিষ্ঠান বন্ধ করে তার বাসায় ফিরছিলেন। এ সময় তিনি সড়কের ধার ধরে সরকারি হাসপাতালের সামনে পৌঁছলে পূর্বে থেকে ওৎপাতা ৭/৮ জন দুর্বৃত্ত একটি সাদা রঙের নোহা মাইক্রো থেকে নেমে ডিবি পরিচয় দিয়ে তার গতি রোধ করে।
এসময় তার সঙ্গে থাকা দোকানের কর্মচারি আবির (১৫) বাঁধা দেয়। দুর্বৃত্তরা আবিররক বেধড়ক মারধর করে আহত করে সড়কের পাশে ফেলে দেয়। পরে সুমনকে টাকার ব্যাগসহ তাদের মাইক্রোতে তুলে নিয়ে যায়। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে জখম করে তার টাকার ব্যাগ ও মোবাইলসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে উত্তরার ১৭ নম্বর সেক্টরের মাঠে ফেলে যায়।
সুমন বলেন, তার ব্যাগে প্রায় সাড়ে ৩ লাখ নগদ টাকা ও ফ্লেক্সিলোডের মোবাইল ছিল। আমার ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার আমি বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা এসে আমাকে জানিয়েছে। আমরা এলাকার সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করছি। আশা করি খুব তারাতারি ঘটনায় জড়িতদের ধরতে পারবো।
বাবু/জেএম