রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
অবসরের ঘোষণা দিলেন ডি কক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৪ PM

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের পক্ষ থেকে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডি কক দক্ষিণ আফ্রিকার ঘোষিত ১৫ জনের বিশ্বকাপ দলে আছেন। তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক ইনোচ এনকেউই।

তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের অসাধারণ সেবক কুইন্টন ডি কক। আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে দলের জন্য মঞ্চ তৈরি করে দিতেন। কয়েক বছর ধরেই দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।’

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ডি কক খেলে যাবেন উল্লেখ করে প্রোটিয়া ক্রিকেট বোর্ডের পরিচালক বলেছেন, ‘আমরা তার ওয়ানডে থেকে সরে যাওয়ার কারণ বুঝতে পারছি। তার জন্য আমাদের পক্ষ থেকে শুভকমনা। তাকে প্রোটিয়াদের হয়ে টি-২০ ফরম্যাটে দেখতে মুখিয়ে আছি।’

ডি কক দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪০ ওয়ানডে খেলেছেন। ৪৪ গড়ে প্রায় ৬ হাজার রান করেছেন। ওয়ানডে ফরম্যাটে ১৭টি সেঞ্চুরি করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। ২০১৩ সালে ওয়ানডে অভিষেক তার, মাত্র ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ৩০ বছর বয়সে ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ডি কক   অবসর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত