মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
শ্রীপুরে পোশাক কারখানার কর্মকর্তা অপহরণ, মুক্তিপণ দাবি ৫ লাখ
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১৩ PM
গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার কর্মকর্তা জালাল উদ্দিনকে (৩৫) অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকা থেকে ওই কর্মকর্তাকে অপহরণের ঘটনা ঘটে। 

এ ঘটনায় অপহৃতার ফুফাতো ভাই রুহুল আমিন শ্রীপুর থানায় লিখিত আভযোগ দায়ের করে। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনার সাথে জড়িত পুলিশ তিন অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃত পোশাক কারখানার কর্মকর্তা জালাল উদ্দিনকে উদ্ধার করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বিষয়টি নিশ্চিত করেন।

অপহৃত পোশাক কারখানার কর্মকর্তা জালাল উদ্দিন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ছোট উত্তমপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। সে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ভাড়া থেকে দক্ষিণ ভাংনাহাটি (ছাপিলাপাড়া) এলাকার হ্যামস্ পোশাক কারখানায় কোয়ালিটি বিভাগের উপ-ব্যাবস্থাপক (ডেপুটি ম্যানেজার) পদে চাকরি করেন।

গ্রেফতারকৃতরা হলো শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি (ছাপিলাপাড়া) এলাকার ইসলাম উদ্দিনের ছেলে শাহ্ পরান (২৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে নাসিম (২৮) এবং রফিকুল ইসলামের ছেলে রাজিব মিয়া (২৩)। শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।  

মামলার বাদী অপহৃতার ফুফাতো ভাই রুহুল আমীন মামলার এজাহারে উল্লেখ করেন, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় তার ভাই জালাল উদ্দিন মোবাইল নাম্বার ০১৮৭৩-৫৬৩০৭৪ থেকে আমার ব্যবহৃত মোবাইলে ফোন করে বলেন তাকে অজ্ঞাত কয়েকজন লোক আটক করে রাখছে। আটককৃতদেরকে ৫ লাখ টাকা মুক্তিপণ দিতে হইবে। মুক্তিপণ না দিলে তারা আমার ভাইকে হত্যা করবে। তবে তিনি কোন স্থানে আছেন তার ঠিকানা বলতে পারেন নি। একই নাম্বার থেকে তার ভাই এবং আত্নীয় স্বজনদের মুঠোফোনে ফোন করে একই উপায়ে টাকা চেয়েছে। গড়গড়িয়া মাস্টারবাড়ীর ভাড়া বাসায় আমার দুই ভাগ্নি লিজা (১৮) ও শিক্ষিন (১৭) বসবাস করে। তাদের সাথে যোগাযোগ করলে জানায়, অপহৃত জালাল উদ্দিন বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বাসা থেকে বের হয়ে যায়। বিষয়টি শ্রীপুর থানা-পুলিশকে জানালে তারা অভিযান চালিয়ে জালাল উদ্দিনকে উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেফতার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে অপহরণকারীরা শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকা থেকে পোশাক কারখানার ওই কর্মকর্তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা ওই কর্মকর্তার স্বজনদের নিকট ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ অপহৃত যুবককে উদ্ধার এবং তিন অপহরণকারীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত