শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
জিয়াউর রহমান সাজানো নির্বাচন করেছিলো : নসরুল হামিদ
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৫ PM
আওয়ামী লীগ নয় জিয়াউর রহমানই তার সময়ে সাজানো নির্বাচন করেছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি। শনিবার বিকালে আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। কতিপয় বিদেশি ভাড়া করা দালালদের মদদে যারা হত্যা ও ভোট চুরির রাজনীতি করেছে তারাই আজ গণতন্ত্রের কথা বলে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 

তিনি আরও বলেন, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছিল দেশের মানুষ শান্তিতে থাকবে এবং  সুখে বসবাস করবে। আজ সেই শান্তি বিনষ্ট করছেন বিএনপির জামায়াতরা। 

আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু'র সভাপতিত্বে ও জাকির আহমেদ'র  সঞ্চালনায় বক্তব্য দেন- কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী মো. সাকুর হোসেন সাকু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আশু, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি হাজী মাহমুদ আলম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ রফিক প্রমুখ।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত