প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে টাঙ্গাইলের ভূঞাপুরে নদী ভাঙন, অসহায় ও দরিদ্র ৭'শ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়ন পরিষদে এ ত্রাণ বিতরণ করা হয়।

গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ খন্দকার, নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম মেম্বার, ইউনিয়ন পরিষদ সচিব, ইউপি সদস্য সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমপি ছোট মনির বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁর ত্রাণ তহবিল থেকে নদী ভাঙন, বন্যার্ত, অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পরবর্তীতেও এ ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
বাবু/এ.এস