শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন : হত্যার ভিডিও ভাইরাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০১ PM আপডেট: ১০.০৯.২০২৩ ৭:০৯ PM
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো: হোসেন মান্না (৪৫) নামের এক যুবক নিহত হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সরাইপাড়া এবতেদায়ি মাদ্রাসার সামনে পুকুরপাড়ে এই ঘটনা ঘটে। মোঃ হোসেন মান্না ১২ নম্বর সরাইপাড়া আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে। 

এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে ৷ সেই ভিডিওতে অজ্ঞাত একব্যক্তিকে প্রকাশ্য নিহত মান্নার সাথে ছুরি হাতে ধ্বস্তাধস্তি করতে দেখা গেছে৷ স্থানীয়রা বলছেন, কথা কাটাকাটিরে জেরে মো. হোসেন মান্নাকে ছুরিকাহত করা হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. হোসেন স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত । এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত