উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (বিশেষ পুরস্কার) নির্বাচিত হলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। সোমবার সকালে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল রেঞ্জের আগস্ট/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা শেষে পিরোজপুর পুলিশ সুপারকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান ( বিপিএম-সেবা, পিপিএম) এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, বরিশাল; অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিনান্স), রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, বরিশাল; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, বরিশাল; অধিনায়ক, এপিবিএন- ১০; বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুর; পুলিশ সুপার, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল; পুলিশ সুপার, পিবিআই, বরিশাল; বিশেষ পুলিশ সুপার, সিআইডি, বরিশালসহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান ( বিপিএম-সেবা, পিপিএম) জানান, অপরাধ পর্যালোচনা সভার মাধ্যমে আগস্ট/২০২৩ মাসে, উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমাকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ( বিশেষ পুরস্কার) নির্বাচিত করা হয়।
বাবু/এ.এস