‘সাদাকে সাদা, কালোকে কালো বলাই আমাদের অঙ্গীকার’ এ শ্লোগান নিয়ে ২০২২ সালের ৫ই সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করেছে দৈনিক আমার ফেনী। দৈনিক আমার ফেনীর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ছাতা, নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
দৈনিক আমার ফেনীর সহযোগী সম্পাদক আতিয়ার সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, বগাদানা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, কাউন্সিলর জামাল উদ্দিন নয়ন, ড্রীম এগ্রো ফিডস এর চেয়ারম্যান মহি উদ্দিন আহমেদ প্রমুখ।
প্রধান বক্তা ছিলেন দৈনিক আমার ফেনীর নির্বাহী সম্পাদক সমির উদ্দিন ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আমার ফেনীর সোনাগাজী প্রতিনিধি মোতাহের হোসেন ইমরান। সঞ্চালনা করেন দৈনিক কালের কন্ঠের সোনাগাজী প্রতিনিধি শেখ আব্দুল হান্নান, কোরআন তেলাওয়াত করেন আজগর হোসেন।
এসময় ফেনী জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন, উপজেলা স্কাউটস এর সম্পাদক শাহাদাত হোসেন, বন্ধনমুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক বেল্লাল হোসেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সোনাগাজী উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক নূরুল আলম, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রহিম উল্লাহ চৌধুরী, ড্রীম এগ্রো ফিডস এর এমডি শেখ ফরিদসহ সোনাগাজীতে কর্মরত সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম