খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানার বিশেষ অভিযানে ১৯ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেফতার হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টা হতে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত খানজাহান আলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ কুমার দাসের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে খানজাহান আলী থানা পুলিশের একটি চৌকস টিম খুলনা জেলার ফুলতলা থানাধীন বুড়িয়ারডাঙ্গা এলাকা হতে ১৯ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হত্যা মামলার আসামি, একই থানা এলাকার পাড়িয়াডাঙ্গা গ্রামের কাওসার মোল্লার ছেলে জাহিদ হাসান (৫০)কে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাবু/জেএম