ঢাকার ধামরাই উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে মো. নান্নু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানা পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ধায়রা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নান্নু মিয়া ধায়রা গ্রামের মৃত সুলেমান মাতাব্বরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে মো. এছাক মিয়ার বসত-বাড়ির উত্তর পাশে একটি শিমুল গাছ কাটার সময় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে নান্নু মিয়ার মৃত্যু হয়।
এই বিষয়ে ধামরাই থানার (এসআই) মো. নাছিরউদ্দিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি এবং তদন্ত করে জানতে পারি নান্নু মিয়া একটি শিমুল গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং উপস্থিত সকলের মতামতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাবু/জেএম