রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
নাটোরে রক্তাক্ত মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০৭ PM
নাটোরে নির্মাণাধীন এক ভবনের পাশের একটি ঝুপরি ঘর থেকে আকবর আলী (৫০) নামে এক ব্যক্তির মাথা থেঁতলে দেওয়া রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের চকবৈদ্যনাথ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকবর একই এলাকার প্রয়াত হযরত আলীর ছেলে। 

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, আকবর আলী মানুষের কাছ থেকে সাহায্য তুলে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মত আজ বুধবার সকালেও তিনি বাড়ী থেকে বের হন। দুপুরের দিকে চকবৈদ্যনাথ এলাকার মসজিদের পিছনে নির্মাণাধীন এক ভবনের পাশের একটি ঝুপরি ঘরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

এ অবস্থায় তারা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত আকবর আলী কাদের সাথে মিশতেন, কারো সাথে দ্বন্দ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত