ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার এসআই আক্কাস আলীর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহায়তা বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিবপুর সিএনজি স্টেশনের পাশের রাস্তায় চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ ৪ নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার উত্তর কান্দা গ্রামের মো. রুবেল মিয়ার স্ত্রী মোসা. বৃষ্টি আক্তার প্রঃ সনিয়া (১৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চর চন্নিপুর গ্রামের সোহেল ওরফে সোহাগের স্ত্রী সিমা আক্তার (২০), আখাউড়া উপজেলার রাজাপুর (আশ্রয়ণ প্রকল্প) গ্রামের মো. বশাকিল ওরফে রুবেলের মেয়ে মোসা. তামান্না আক্তার (১৪) এবং মো. আবুল কাশেমের মেয়ে মোসা. সাদিয়া আক্তার (১৭)।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহাবুব আলম সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের থেকে ১০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এবং তাদের বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
বাবু/জেএম