সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) সমাবেশ
মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩৫ PM
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলা শাখার আয়োজিত পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী। 

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ঈদে মিলাদুন্নবী পালনে সরকারিভাবে বন্ধ ঘোষণা দেন। শিগগিরই রাষ্ট্রীয়ভাবে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী পালনে বাধ্যতামূলক করার দাবি জানান তিনি। সমাবেশ শেষে একটি বিশাল জশনে জুলুছ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে দোয়া ও মুনাজাতে অংশ নেয় নেতৃবৃন্দ। 

জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি নাজমুল হক আখন্দের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, খাজা আরিফুর রহমান তাহেরী, সৈয়দ মাহমুদ শাহ মুজাদ্দেদী ও  মোশাররফ হোসেন হেলালী। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলায় অবস্থিত বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগণসহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশেট জেলা ও কেন্দ্রীয় নেতারা।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত