সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারের পাশে সমাজকল্যাণমন্ত্রী
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২২ PM
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারকে নগদ এক লক্ষ টাকা দিয়ে পাশে দাড়িয়েছে সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ(এমপি)। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে নগদ অর্থ হস্তান্তর করা হয়। এসময় লালমনিরহাটে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, আদিতমারী আঃলীগের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক রফিকুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। 

নিহত সাংবাদিক ইউনুছ আলীর স্ত্রী ও দুই সন্তান নগদ অর্থ গ্রহণ করেন। গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে লালমনিরহাট জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে আদিতমারীর যুগিটারী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয় সাংবাদিক ইউনুস আলী। প্রয়াত ইউনুস আলী সময়ের কন্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত