বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৬ জুলাই ২০২৫
এপিবিএনের অভিযানে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
মহিউদ্দিন মাহী, কক্সবাজার
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২৬ PM
কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গা এক যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যাম্প-৮ ওয়েস্টে এ অভিযান চালিয়ে  ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। 

তিনি জানান, গ্রেপ্তার মোহাম্মদ জুনায়েদ (১৯) ক্যাম্প-৮ ওয়েস্ট এর আই-১৮ ব্লকের আব্দুর রহমানের ছেলে। ১৪ অতিরিক্ত ডিআইজি বলেন, গোপন সংবাদের খবরে শনিবার সন্ধ্যায় ওই ক্যাম্পে অভিযান চালানো হয়। অভিযানে জুনায়েদকে গ্রেপ্তারের পর তল্লাশি করে একটি ওয়ান শুটারগান, ৭টি রিভলবারের গুলি, ৪টি শটগানের কার্তুজ, ১৩টি ফায়ারকৃত রাইফেলের গুলি, ১৯টি রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন অতিরিক্ত ডিআইজি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত