কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে গ্রেপ্তার হয়েছে নোমান (৩২) নামে ১০ মামলার আসামি। তিনি উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি পশ্চিম পাড়া গ্রামের মৃত ছৈয়দ আহমদের ছেলে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, নোমানকে গ্রেপ্তারে পুলিশ গতরাত থেকে অভিযানে নামে। সকালে তার নিজ বাড়ি থেকে বন্দুকসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গণধর্ষণ, অস্ত্র, ডাকাতিসহ ১০টির অধিক মামলা রয়েছে।