শ্রীমঙ্গলে ৪৫০ কেজি ভারতীয় চিনিসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে সিন্দুরখান রোডের কাকিয়ারপুল এলাকায় অভিযান চালিয়ে ৯ বস্তায় মোট ৪৫০ কেজি চিনিসহ ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কুঞ্জবন এলাকার ইছুব আলীর ছেলে মোঃ রুয়েল (৩০) এবং ইজরাগাঁও এলাকার মো. শহিদুলের ছেলে মো. বাবুল মিয়া (২৮)।
গ্রেফতারকৃতদের আজ রবিবার পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বাবু/এ.এস