কুকুর-বিড়ালের নয় সুলতান’স ডাইন কাচ্চি বিরিয়ানিতে খাসির মাংসই ছিল। কনক লায়লা ও আবদুল হাকিম নামে দুই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই প্রচার চালিয়েছিলেন যে, কাচ্চিতে খাসির মাংসের বদলে কুকুর-বিড়ালের মাংস খাওয়াচ্ছে সুলতান’স ডাইন।
পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন দাখিল করেন। তদন্ত কর্মকর্তা মানহানিকর তথ্য পরিবেশন ও চাঁদাবাজির অভিযোগ এনেছেন এ দুজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। অভিযুক্ত দুজন যমুনা ব্যাংকে খণ্ডকালীন চাকরি করতেন। পরে তাদের চাকরিচ্যুত করা হয়৷
গত ৩ এপ্রিল কাচ্চি বিরিয়ানিতে খাসির মাংসের পরিবর্তে কুকুর-বিড়ালের মাংস দেওয়ার মিথ্যা প্রচারণার অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশি মামলা করেন সুলতান’স ডাইনের গুলশান শাখার ব্যবস্থাপক কামাল আহমেদ। আদালত এ অভিযোগ তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, আমরা সুনামের সঙ্গে দীর্ঘদিন ব্যবসা করে আসছি। আমাদের ঢাকা শহরে নয়টি শাখা আছে। চট্টগ্রামে আছে আরও দুটি শাখা। অথচ আমাদের কাচ্চি বিরিয়ানি নিয়ে কনক লায়লা ও আবদুল হাকিম মিথ্যা তথ্য প্রচার করেন। এতে সুলতান’স ডাইনের ব্যবসায় অপূরণীয় ক্ষতি হয়েছে।
বাবু/এ.এস