চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে দুই ফার্মেসীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ল্যাব প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় সময় দেওয়া হয়। এছাড়া অধিক মুল্যে স্যালাইন ও ওষুধ বিক্রির অপরাধে দুইটি ফার্মেসীকে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলা উদ্দীন।
এতে সহযোগিতা করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দীন রাশেদ। সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড মডেল থানার এস আই রবিউল হোসেনসহ পুলিশের একটি টিম প্রমুখ।
অভিযানকালে অধিক মূল্যে স্যালাইন বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে সীতাকুণ্ড মডার্ন হসপিটাল এর ফার্মেসীকে ৫ হাজার টাকা, রুপক ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া সীতাকুণ্ড মডার্ন হসপিটালের এক্স-রে টেকনিশিয়ান ও যথাযথ সুরক্ষা না থাকায় এক্স-রে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন এবং হসপিটালের বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়। লাইফ সেভার ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স করার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়। অভিযানে ওয়েল কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে ধন্যবাদ জানানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দীন রাশেদ। এ অভিযানে সর্বমোট তিনটি ল্যাব ও একটি হাসপাতাল এবং তিনটি ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলা উদ্দীন বলেন, অভিযানে ভোক্তা অধিকার আইনে দুই ফার্মেসীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
বাবু/জেএম