রাজবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ১৪৪৫ হিজরী উদযাপন উপলক্ষ্যে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরস্কার ও সনদ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ১৪৪৫ হিজরী উদযাপন অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সদর উপজেলার চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াসমিন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির, মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে আলোচনা করেন রাজবাড়ী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ ইয়াছিন মোল্যা।
আলোচনা সভায় বক্তাগণ মুসলিম উম্মাহর পথ প্রদর্শক বিশ্বনবী হজরত মোঃ সাঃ এর জীবন আদর্শের উপর গুরুত্বপুর্ণ আলোচনা করেন। পরে সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিগণ।