মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
সিএনজি পাম্পের নামে সওজের জমি দখল
২৭ শতাংশ লীজ থাকলেও দখলে অধিক, নবায়ন নেই পাম্পের, সওজ হারাচ্ছে রাজস্ব
বাসন (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২১ AM আপডেট: ২৯.০৯.২০২৩ ১১:২৫ AM
গাজীপুর সড়ক ও জনপথ (সওজ)’র আওতাধীন বাসন থানা এলাকার নাও জোর বাইপাস মোরে অবস্থিত রিয়াজ সিএনজি পাম্পের নবায়ন নেই গত আট বছরের। বহু বছর আগে সড়কের অধিগ্রহণকৃত সম্পত্তি গ্রহণ করেন রিয়াজ সিএনজি পাম্পের মালিক রিয়াজ। সওজের সাথে চুক্তিপত্রে ২৭ শতাংশ থাকলেও প্রায় দুই বিঘা সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছেন রিয়াজ সিএনজি পাম্প। বহু বছর যাবত এ অবৈধ কাজে লিপ্ত আছেন পাম্পের মালিক।

গাজীপুর সড়ক বিভাগ থেকে বারবার তার কাছে এ বিষয়ে বললেও দখলদার পক্ষ কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেন না। অপরদিকে সিএনজি পাম্পের সাথে সড়ক বিভাগের যে চুক্তি সে অনুপাতে বিগত আট বছর যাবত রাজস্বের টাকা জমা দেন না এই পক্ষ। এ ঘটনায় গাজীপুর সড়ক বিভাগ চরমভাবে ক্ষোভ প্রকাশ করেছেন।

সরেজমিনে দেখা যায়, নাউ জোর বাইপাস মোরে পাম্পটির অবস্থান থাকার কারণে মহাসড়কের তিন পাশের জমি অবৈধ ভোগ দখল করছেন রিয়াজ। সরকারের রাজস্ব ফাকি দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

এলাকাবাসী জানান, ২০ থেকে ২২ বছর আগে নাওজোর এলাকায় রিয়াজ এই পাম্পটি স্থাপন করেন। চুক্তিপত্র অনুযায়ী ২৭ শতাংশ লিজ থাকলেও তার অধিক সম্পত্তি জোরপূর্বক দখল রেখেছেন তিনি। এলাকাবাসীর পক্ষ থেকে তার কাছে এ বিষয়ে বললে তিনি সড়কের জমি অন্যরা দখলে রেখেছেন সেই উদাহরণ দেন। যাহা কখনোই বোধগম্য নয়। রিয়াজের এরকম কার্যক্রমের কারণে সরকারি কাজে বাধা সৃষ্টি হচ্ছে এবং এলাকাবাসীর ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে সড়ক বিভাগ চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের অধিগ্রহণ যে সম্পত্তি বেদখল হয়ে আছে প্রক্রিয়া অনুসারে সব উচ্ছেদ করে দখলে আনা হবে।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত