মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
ব্রাহ্মণবা‌ড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৬:০৫ PM

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট এলাকায় জেলাপ্রশাসন ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় ২ অক্টোবর শব্দদূষণের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ব্রাহ্মণবা‌ড়িয়ায় প‌রি‌বেশ অধিদপ্ত‌রের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৩টি পরিবহনকে ৩টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং গাড়িগুলো থেকে হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। একইসা‌থে প্রায় ৪০ টি বাস, ট্রাক, অটোতে শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার সেঁটে দেওয়া হয়।

প‌রি‌বেশ অধিদপ্ত‌রের শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট-এর দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এছাড়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক  জোবায়ের হোসেন ও অন্যান্য কর্মচারী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন বলেন, ‘এরূপ কার্যক্রম প‌রি‌বেশ অধিদপ্তর ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা কার্যালয় কর্তৃক অব্যাহত থাকবে।’

বাবু/এ.এস



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত