ঢাকার ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়নে কাকরান গ্ৰামে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে ভাড়ারিয়া ইউনিয়নে কাকরান গ্ৰামে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন (৪৮) মৃত আব্দুল রহমানের ছেলে তিনি একজন পোশাক শ্রমিক ছিলেন। এলাকাবাসী জানান, তাহারা পাঁচ ভাই এরইমধ্যে সেজো ও মেজো দুই ভাইয়ের মধ্যে অনেক দিন ধরে পৃতিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।
এ নিয়ে অনেক বার গ্ৰাম্য সালিশে কোন সমাধান দিতে পারে নাই, বুধবার সকালে ফারুক গোসলখানায় গোসল করতে গেলে ওসমান গনি দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এলাকাবাসী ওসমান গনিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়। এ বিষয়টি তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বাবু/জেএম