সিরাজগঞ্জ পৌর শাখার ৩নং ওয়ার্ডের বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার (৩ অক্টোবর) বাদ আসর শহরের মুজিব সড়কস্থ জেলা মাহিলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এই সন্মেলনে ৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বপ্না হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না।
এছাড়াও প্রধান বক্তা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা মনজুর, সাধারণ সম্পাদক আয়েশা নাসরিন ইমেলি,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবি কুমার কানু, সাধারণ সম্পাদক রুনা আক্তার উপস্থিত ছিলেন।
ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. রুনা খাতুনের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার লক্ষে স্বাধীনতাবিরোধী ও একটি কুচক্রি মহল নানা অপকর্মে লিপ্ত হয়েছে। এদেশের শান্তি প্রিয় জনগণ কোন দিনই তাদের এই কুকর্ম বাস্তবায়ন করতে দেবে না। তিনি মহিলা আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীকে কাধে কাধ মিলিয়ে দেশ ও জাতির উন্নয়নে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
অনুষ্ঠান শেষে রুনা পারভীনকে সভাপতি ও সেলিনা খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বাবু/জেএম