রাজবাড়ীর বালিয়াকান্দিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আরেফিন, ওসি আসাদুজ্জামান, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শৈয়দ শারাফত হোসেন, উপজেলা আনসার কমান্ডার হোসনে আরা বেগম, বহরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাদশা আলমগীর প্রমুখ।
সভায় বক্তারা শারদীয় দুর্গা উৎসব নির্ভিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এসময় উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম