লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা আওয়ামী লীগের ১২টি ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকালে হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
প্রধান বক্তব্য হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য ও সাবেক সাংসদ সদস্য এডভোকেট সফুরা বেগম রুমি, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
এ সময় তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের জোয়ারে জামায়াত-বিএনপি ভেসে গেছে। তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোতাহার হোসেনকে আবারও এমপি বানিয়ে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার উন্নয়ন আরও তরান্বিত করতে হবে।
বাবু/জেএম