গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে রাজবাড়ী বাস মালিক গ্রুপের দ্বন্দের জেরে প্রায় ৮০ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-রাজবাড়ী রুটে আবারও বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ৩টা থেকে এই রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক লিটন। এর আগে গত সোমবার (২ অক্টোবর) ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়।
রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক লিটন বলেন, আজ দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সঙ্গে বাস মালিক গ্রুপের মিটিং হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন আগামী রোববার (৮ অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজবাড়ী বাস মালিক গ্রুপ, গোল্ডেন লাইন পরিবহনের মালিক পক্ষ ও বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক হবে। সেখানে গোল্ডেন লাইনের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে সমাধান হবে। জেলা প্রশাসকের আশ্বাসে আমরা আজ বিকেল ৩টা থেকে বাস চলাচল শুরু করেছি।
বাবু/জেএম