মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন-২০২৩
‘শিক্ষকদের পাঠদানে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়’
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৬:২৭ PM
‘আমার শিক্ষক আমার অভিভাবক। আমাদের শিক্ষা জীবনে তাদের পরিশ্রম অতুলনীয়। তাদের পাঠদানের মধ্যদিয়ে জ্ঞানের পরিধি বাড়াতে সহায়তা করে। প্রাণের শিক্ষকদের পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়ে তাদের মুখ উজ্জ্বল করতে চাই।’ আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আয়োজিত শিক্ষক র‌্যালি শেষে এসব কথা বলেন ‘মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জুয়াইরিয়া তাসনিম। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা অফিসের উদ্যোগে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষক র‌্যালি বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃক্ষ রোপণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বায়েজিদ ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আল মামুন, একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, হালিমা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম বিপ্লব, রাঙ্গাবালী থানার এসআই রেজাউল, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন নেছারসহ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানগণ।

শিক্ষক দিবসে বক্তারা বলেন, গুরুত্ব সহকারে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছি। কয়েকমাস আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয়করণ এবং অন্যান্য সুযোগ-সুবিধার জন্য রাজধানীতে আন্দোলন করে ছিলাম। সেখানে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে। আজকে ঢাকাতে আমাদের জাতীয় সমাবেশ আছে সেখানে হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালী যুক্ত হবে। আমরা আশা করি, বিশ্ব শিক্ষক দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের ভাল কিছু উপহার দিবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত