চট্টগ্রাম নগরীর নতুন ২নং সাইট দক্ষিণ মধ্যম হালিশহর ব্রিকফিল্ড বন্দর এলাকায় আনজুমানে আশিকানে খাজা গরীবে নেওয়াজ (রহ:) এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) বা'দে মাগরিব ফাতেমা কনভেনশন হলে আয়োজিত সুন্নি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক (ম.জি.আ.)। আল্লামা মুহাম্মদ আবুল কালাম আমিরীর সভাপতিত্বে আল্লামা মুহাম্মদ আবুল হাছানাত আলকাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সুন্নি সম্মেলনের মাহফিলের উদ্বোধন করেন আল্লামা হাফেজ আবদুল আলীম রিজভী (ম.জি.আ), বিশেষ অতিথি ছিলেন, আল্লামা বদিউল আলম রেজভী, আল্লামা মুহাম্মদ ইদ্রিস আলকাদেরী৷
আলোচকগণ, ইসলামের শান্তির বাণী সারা বিশ্বময় ছড়িয়ে দিতে সকল মুসলিম ভাই বোনদের প্রতি আহ্বান জানানিয়ে বলেন, সুন্নিয়তের আলোয় সমগ্র বিশ্ব থেকে সকল অপশক্তি দূর করতে সকলকে বিশ্বনবীর পদাঙ্ক অনুসরণের কোন বিকল্প নাই। মাহফিল শেষে বিশেষ মুনাজাতে বাংলাদেশসহ সারা মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়৷
আয়োজন প্রতিষ্ঠান আনজুমানে আশিকানে খাজা গরীবে নেওয়াজ (রহ:) এর চেয়ারম্যান আলহাজ্ব নাজিমুল হক রানা বলেন, “আমরা প্রতি বছরের ন্যয় এবারো ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে এই বিশাল সুন্নি সমাবেশ আয়োজন করেছি। ইনশা আল্লাহ এই আয়োজন বছর বছর আরো জৌলুস পূর্ণ হয়ে উঠেছে৷ এই আয়োজনকে সফল করতে যাঁরা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন আমি তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”