শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
বালিয়াকান্দিতে মেলার অবৈধ লটারির টিকিট ও প্রচার মাইক জব্দ
মো.কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৪:০৪ PM
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরের ফুটবল মাঠে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে গ্রামীণ শিল্প পণ্য মেলার অবৈধ লটারির টিকিট ও একটি প্রচার মাইক এবং চারটি ড্রাম বালিয়াকান্দির বিভিন্ন বাজার থেকে জব্দ করেছে ভ্রাম্যমান আদালত । 

শনিবার (৭ অক্টোবর) দুপুরে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান অভিযান চালিয়ে বালিয়াকান্দি বাজারের বিভিন্ন স্থান থেকে প্রচার মাইকসহ লটারীর টিকিট ও চারটি ড্রাম জব্দ করেন । 

জানাগেছে, গত ৩০ সেপ্টেম্বর থেকে উপজেলার বহরপুর ফুটবল মাঠে গ্রামীণ পন্য মেলার লটারীর টিকিট জেলার বিভিন্ন স্থানে অটো ,ভ্যানে করে বিক্রি করে আসছিল। বিষয়টি নিয়ে এলাকার লোকজনের আপত্তি থাকলেও ম্যানেজ করে চলছিল এ কার্যক্রম। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে এ অভিযান পরিচালনা করা হয় ।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, অবৈধ ভাবে লটারীর টিকিট বিক্রি করার খবর আমরা পেয়েছি। এ বিষয়ে ভ্রাম্যমান অভিযান চালিয়ে লটারি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত