রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরের ফুটবল মাঠে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে গ্রামীণ শিল্প পণ্য মেলার অবৈধ লটারির টিকিট ও একটি প্রচার মাইক এবং চারটি ড্রাম বালিয়াকান্দির বিভিন্ন বাজার থেকে জব্দ করেছে ভ্রাম্যমান আদালত ।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান অভিযান চালিয়ে বালিয়াকান্দি বাজারের বিভিন্ন স্থান থেকে প্রচার মাইকসহ লটারীর টিকিট ও চারটি ড্রাম জব্দ করেন ।
জানাগেছে, গত ৩০ সেপ্টেম্বর থেকে উপজেলার বহরপুর ফুটবল মাঠে গ্রামীণ পন্য মেলার লটারীর টিকিট জেলার বিভিন্ন স্থানে অটো ,ভ্যানে করে বিক্রি করে আসছিল। বিষয়টি নিয়ে এলাকার লোকজনের আপত্তি থাকলেও ম্যানেজ করে চলছিল এ কার্যক্রম। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে এ অভিযান পরিচালনা করা হয় ।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, অবৈধ ভাবে লটারীর টিকিট বিক্রি করার খবর আমরা পেয়েছি। এ বিষয়ে ভ্রাম্যমান অভিযান চালিয়ে লটারি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’