সিংগাইরে নতুন মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগের টাকা না পেয়ে প্রবাসী স্বামীর সাথে অভিমান করে আঁখি আক্তার (১৯) নামে গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। সে ফতেহপুর গ্রামের প্রবাসী ওয়াসিমের স্ত্রী।
শনিবার (৭ অক্টোবর) ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার রাত ৮ টার দিকে আঁখি আক্তার প্রবাসী স্বামীকে ফোন করে ইন্টারনেট সংযোগ ও নতুন মোবাইল ফোন কেনার জন্য ৫ হাজার টাকা পাঠানোর আবদার করেন। স্বামী টাকা পাঠাতে অপারগতা জানালে রাগে অভিমানে রাতেই বিষ পান করে আখি।
তাৎক্ষণিকভাবে তাকে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা বেগতিক দেখে পরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে আঁখি মৃত্যু হয়।
আঁখির পিতা একই গ্রামের ফরিদ হোসেন বলেন, দুই বছর আগে আব্দুর রহমানের ছেলে ওয়াসিমের সাথে আমার মেয়ে আঁখির বিয়ে হয়। বিয়ের পর থেকেই শশুর শাশুড়ি আঁখিকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।
শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালেদ মনসুর বলেন, আত্মহত্যার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।