শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ইসরায়েলে হামাসের হামলায় ইইউর নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৫:২১ PM

ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্লকের প্রধান বলেন, ইইউ ‘দ্ব্যর্থহীনভাবে’ ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার নিন্দা করে এবং অবিলম্বে সহিংসতা বন্ধ করার আহ্বান জানায়।

ইইউ প্রধান উরসুলা ফন ডার লেইন বলেছেন, তিনি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের ওপর হামাসের সন্ত্রাসী হামলার নিন্দা করেন। এটিকে সন্ত্রাসবাদের সবচেয়ে ঘৃণ্য পরিস্থিতি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ইসরায়েলের এই ধরনের জঘন্য হামলার বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার আছে।’

ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেন, এই ভয়াবহ সহিংসতা অবিলম্বে বন্ধ করা উচিত। সন্ত্রাস ও সহিংসতা কোনো কিছুর সমাধান হতে পারে না। ইইউ এই কঠিন মুহূর্তে ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করছে।

ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলও শনিবার সকালে ইসরায়েল এবং এর জনগণের বিরুদ্ধে নির্বিচারে হামলা চালানোর নিন্দা করেছেন। হামলার কারণে নিরীহ নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমার চিন্তা ক্ষতিগ্রস্তদের নিয়ে। ইইউ এই ভয়াবহ মুহূর্তে ইসরায়েলি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।’

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত