রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
সমঝোতা না হলে যে দল ভোটে আসবে তাদের নিয়েই নির্বাচন : ইসি রাশেদা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৫:০৯ PM

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয় কমিশনের নয়। আমরা সংবিধান অনুযায়ী এগিয়ে যাচ্ছি। এখানে রাজনৈতিক সমঝোতা বড় কথা নয়। যে দল ভোটে আসবে তাদের নিয়েই আমরা নির্বাচন করব। সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।

রোববার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি রাশেদা সুলতানা।

রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকা হবে কিনা, সাংবাদিকরা এ প্রশ্ন করলে জবাবে রাশেদা সুলতানা বলেন, সংলাপের জন্য কোনো উদ্যোগ নেয়া হয়নি। সংলাপ কখন, কীভাবে করব, যখন হবে তখন দেখা যাবে বিষয়টি। আমরা আস্থার জায়গা নিয়ে কাজ করছি।

তিনি আরও বলেন, কাউকে আম খেতে দিলাম, তখন যদি আবার কেউ বলে আমে বিষ আছে খাব না, তখন তাকে কীভাবে আস্থায় আনব। তাকে কীভাবে বোঝাব যে আমে বিষ নেই। তাদেরও (নির্বাচন বর্জনকারী) আস্থা ও মানসিকতার উন্নয়ন করতে হবে।

রাশেদা সুলতানা বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন চায়। আমাদেরও একটা অবস্থান রয়েছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করব। আমাদের অঙ্গীকার এটা। আর আমরা যেহেতু শপথ নিয়েছি, ভালো নির্বাচনই করব। আমরা অত্যন্ত নিষ্ঠাবান যে ভালো নির্বাচন করব। কিন্তু এটা বিশ্বাস করা না করা তাদের ব্যাপার। এতে আমাদের করার কিছু নেই।

তিনি বলেন, দেখেন, আমরা এ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছি, কোথাও কি কোনো ব্যত্যয় করছি? কোনো আইন ভঙ্গ করছি? ভালো নির্বাচনের চেষ্টায় আছি আমরা। একটা ভালো নির্বাচন হোক, আমরা এটাই চাই। এ জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইসি রাশেদা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত