ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাসের হামলায় সে দেশে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫০ হয়েছে। হাসপাতালে আরো প্রায় ২০০০ মানুষের চিকিৎসা চলছে। যাদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর।
" align=
এদিকে শনিবার ভোরে গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলার প্রতিশোধ নিতে ওই দিনই প্রবল আক্রমণ শুরু করে ইসরায়েল। গাজার চিত্র পুরোপুরি পাল্টে দেওয়ার হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।
" align=
ইসরায়েলের হামলায় এরইমধ্যে ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ২০০০ মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফিলিস্তিনের সুউচ্চ দালান লক্ষ করে একের পর এক চালানো হচ্ছে ক্ষেপনাস্ত্র হামলা
এদিকে ইসরায়েলে হামলা চালানো শতাধিক ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আরো বেশ কয়েকজনকে বন্দি করার কথাও তারা জানিয়েছে।
এর আগে তারা বলেছিল, এখনো তারা আটটি স্থানে ‘জঙ্গিদের’ সঙ্গে লড়াই করছে।