মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কৃষিই সমৃদ্ধি" এই শ্লোগানকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে ধানের বিভিন্ন জাতের চাষ পদ্ধতি, পারিবারিক পুষ্টি বাগান, জমিতে সার প্রয়োগ পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়,উপ সহকারী কৃষি কর্মকর্তা বাবাতন সিংহ প্রশিক্ষণ প্রদান করেন। এতে ৬০ জনকৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।
বাবু/এএস