নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর) বিকাল হতে রাত ৯টা পর্যন্ত ইউনিয়ন যুবলীগ কার্যালয় চত্ত্বরে সভার আয়োজন করেন ইউনিয়ন যুবলীগ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল। হরিনচড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনা ও সাংগঠনিক সম্পাদক ফনি রায় সভাপতিত্বে করেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুগ্ন আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা।
এসময় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য শাখাওয়াত উল্লাহ শাকু, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চন্দ্র মুখোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার মুখোপাধ্যায়, সদস্য মিলন পাটোয়ারী প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দর সফর সঙ্গী হিসেবে উপজেলার ইউনিয়ন যুবলীগের সভাপতি, সম্পাদকগন উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রদান অতিথি রফিকুজ্জামান রুবেল উপস্থিত নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে হরিণচড়া ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। এবং দ্রুত সময়ে একটি আহবায়ক কমিটি প্রদানের প্রতিশ্রুতি দেন।
বাবু/এ.এস