রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিকলীগ সহ সভাপতি মুন্না আজিজ (৪৫) মহাজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ অক্টোবর) রাতে এঘটনা ঘটে। নিহত আজিজ ওই ইউনিয়নের কোনাগ্রামের মৃত আজের মহাজনের ছেলে।
স্থানীয়সূত্রে জানাযায় কোনাগ্রামের দক্ষিণ পাশে গড়াই নদীর জেগে ওঠা খাস জমি নিয়ে দীর্ঘদিন দুগ্রুপের মাঝে বিরোধ চলছিলো। এর জেরে গতকাল রাতে মুন্না আজিজ মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কোনা গ্রামের তিন রাস্তায় মোড় এলাকায় পৌছালে বাশ ফেলে গতিরোধ করে তাকে কুপিয়ে গুরুতর জখম করে অন্যপক্ষ। তার চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়া হলে আজিজ মহাজনের মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আসাদুজ্জামান বলেন আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়ছে ।