শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
নড়াইলে শেখ রাসেলের জন্মদিন পালিত
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৩:২৪ PM আপডেট: ১৮.১০.২০২৩ ৩:২৮ PM
নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন,র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা,বীর মুক্তিযোদ্ধা প্রমুখ।

পরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত