অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
লিবারেল ইসলামিক জোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দিন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী, শেরে বাংলা ন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান, আ. লীগ নেতা বাংলা ও শেরে বাংলার নাতি এ কে ফাইয়াজুল হক রাজু ও নাতনি লিবারেল ইসলামিক জোটের কো-চেয়ারম্যান ও কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান ফারাহনাজ হক চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য মো, মনির হোসেন, ভাইস-চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরীসহ জোটের শরিকদলের অন্যান্য নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় সাইয়্যিদ সাইফুদ্দিন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী ফাতিহা দোয়া পরিচালনা করেন।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেরে বাংলার প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টির মহাসচিব গোলাম মোর্শেদ সুজন, ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান ও আবদুল মজিদ সুজন, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. সোহেল সামাদ বাচ্চু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মো. ফখরুল হাসান কাওসার। বাংলাদেশ জনদল (বিজেডি)-এর পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব সেলিম আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন মুন্সি ও অর্থ বিষয়ক সম্পাদক লিটন ঢালী। ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)-এর পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব খালেদ শাহরিয়ার, রংপুর বিভাগের সভাপতি আব্দুর রহমান রেজু, কুমিল্লা জেলা সভাপতি সালেহ আল বান্নাহসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।