শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরস্থ তার সমাধি প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল। তিনি বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক বাঙালি জাতির অন্যতম প্রেরণা ও শক্তির উৎস। তিনি উপমহাদেশের অন্যতম প্রজ্ঞাবান ও মেধাবী রাজনীতিবিদ ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের শিক্ষার উন্নয়ন ও শিক্ষা প্রসারে তাঁর অসামান্য অবদান রয়েছে।
বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি নাহিদ রোকসানা, বিদ্রোহী নজরুল সেন্টারের চেয়ারম্যান আতাউল্লাহ খান, ন্যাপ ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহা, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, জনকল্যাণ মঞ্চের সভাপতি শহীদুন্নবী ডাবলু, জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ।