ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল রায়মনি হাসমতের মোড় এলাকায় মালবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুর ২.১৫ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল রায়মনি হাসমতের মোড় এলাকায় মালবাহী কাভার্ড ভ্যান দ্রুত গতিতে পিছন থেকে মটর সাইকেলকে ধাক্কা দিলে গাড়ীটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনা স্থলেই নিহত হন মটর সাইকেল আরোহী সিয়াম মোল্লা(২২)।
নিহতের পরিবার জানায়, নিহত সিয়াম মোল্লা পাশ^বর্তী উপজেলা ফুলবাড়িয়ার কান্দানিয়া লাঙ্গল শিমুল এলাকার মোফাজ্জল মোল্লার ছেলে। সে ত্রিশাল আকিজ পার্টিক্যাল কারখানায় চাকুরী করত। সে প্রতিদিন বাড়ি থেকেই এসে অফিস করতো। আজও দুপুরে বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়েছিল। পথিমধ্যে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়। সে চাকুরীর পাশাপাশি সরকারী আনন্দ মোহন কলেজে অনার্সে পড়াশোনা করতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান বলেন, দুপুর আনুমানিক ২.১৫ মিনিটে ত্রিশাল রায়মনি হাসমতের মোড় এলাকায় একটি কাভার্ড ভ্যান পিছন থেকে মটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহী নিহত হয়। নিহতের লাশ থানায় হস্তান্তর করা হয়েছে।
ত্রিশাল থানা উপ-পরিদর্শক (এসআই) কাকন মিয়া বলেন, দুপুরে ত্রিশাল রায়মনি এলাকায় একটি কাভার্ড ভ্যান পিছন থেকে মটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহী নিহত হয়। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান ও চালক পলাতক রয়েছে। লাশ থানায় আনা হয়েছে। আইন আনুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।