রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্ব স্ব কলেজে অ্যালামনাই গঠনের আহ্বান উপাচার্যের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৪:৩৫ PM আপডেট: ২৭.১০.২০২৩ ৫:৩০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্ব স্ব কলেজে অ্যালামনাই গঠনের আহ্বান জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।  তিনি বলেন, ‘খুব শিগগিরই জাতীয় বিশ^বিদ্যালয় কেন্দ্রীয়ভাবে পরিপূর্ণভাবে অ্যালামনাই গঠন করবে এবং সেটি আপনাদের জানিয়ে  দেয়া হবে। এর মধ্য দিয়ে কলেজগুলোর মানোন্নয়নে অ্যালামনাইরা অবদান রাখার সুযোগ পাবে।’ আজ শুক্রবার (২৭ অক্টোবর) খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ১ম পুনর্মিলনী ২০২৩ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান। কলেজটি ৫৮ বছরে পদার্পণ করেছে।     

ড. মশিউর বলেন, ‘আমার কোনো শিক্ষার্থী যেন অর্থাভাবে লেখা-পড়া বন্ধ না করে। লেখাপড়ার জন্য দারিদ্র্য কোনো বাধা নয়। আমি অধ্যক্ষ এবং শিক্ষকদের আহ্বান জানাবÑ যদি এমন কোনো শিক্ষার্থী থাকে যে অর্থকষ্টে পড়তে পারছে না, তাহলে আমাকে জানাবেন। জাতীয় বিশ^বিদ্যালয় সেইসব শিক্ষার্থীর দায়িত্ব নেবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দায়িত্ব ইতোমধ্যে আমরা গ্রহণ করেছি। তাদেরকে বৃত্তি প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। বঙ্গবন্ধুর এই বাংলাদেশে কোনো শিক্ষার্থী অর্থাভাবে পড়তে পারবে না সেটি হতে দেব না।’ 

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, আপনারা জেনে খুশি হবেন- আমাদের ৪ লক্ষ শিক্ষার্থী আগামী শিক্ষাবর্ষ থেকে আইসিটি, সফ্ট স্কিল বাধ্যতামূলকভাবে শিখবে। তারা ইতোমধ্যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়ছে। এসব পাঠ গ্রহণ করে আমাদের সন্তানেরা আরো বেশি যোগ্য হবে, দক্ষ হবে। আমরা ভেবেছিলাম কোভিড উত্তর পৃথিবীতে মানুষ আরো বেশি মানবিক হবে। কিন্তু আমরা দেখছি পৃথিবীব্যাপী যুদ্ধ চলছে। অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে। নিষ্পাপ শিশুরা আজ রক্তাক্ত হচ্ছে, মা অনিশ্চিত পৃথিবীর দিকে তাকিয়ে আছে- এমন পৃথিবী আমরা চাইনি। এই প্রিয় দেশমাতৃকা আমাদের। আমরা এটাকে গড়ে তুলবার জন্য যা যা করার তাই করবো। আমাদের প্রিয় বাংলাদেশকে বিশ^পরিমণ্ডলে আত্মমর্যাদায় গড়ে তুলব।’ 

পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. বদিউজ্জামান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মো. অহেদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মো. জাহাঙ্গীর আলম।   


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত