বুধবার ৬ আগস্ট ২০২৫ ২২ শ্রাবণ ১৪৩২
বুধবার ৬ আগস্ট ২০২৫
বরিশালে ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে গ্রাহকের টাকা ছিনতাই
জিহাদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৪:৩৯ PM
বরিশালের অগ্রণী ব্যাংক সদর রোড শাখা থেকে গ্রাহকের অর্ধলাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী গ্রাহকের নাম রাজু আহমেদ। তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা। তিনি কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী গ্রাহক কাউন্টারের সামনে দাঁড়িয়ে টাকা গণনা করছেন। এসময় মাস্ক পরিহিত এক ব্যক্তি টাকা নিয়ে ব্যাংকের বাইরে চলে যান। ব্যাংকের বাইরে সিসি ক্যামেরা না থাকায় তাকে আর দেখা যায়নি।

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের শাখার ব্যবস্থাপক উত্তম কুমার বিশ্বাস বলেন, ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি মডেল থানায় উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ব্যাংকের সিসি ফুটেজ চেক করে দেখা হচ্ছে। ঘটনাটি যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত