শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
রাতের মধ্যে ইন্টারনেট ৮০ শতাংশ ঠিক হওয়ার আশা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৬:৫১ PM
রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারে আগুনের ফলে ওই ভবনে থাকা ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশজুড়ে ইন্টারনেট সেবায় যে বিঘ্ন ঘটেছিল, তা রাতের মধ্যে ৮০ শতাংশ ঠিক হয়ে যাবে বলে আশা করছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

শুক্রবার সন্ধ্যায় আইএসপিএবির আইএসপিএবির সভাপতি এমদাদুল হক সমকালকে বলেন, ‘আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশের অনুমতি পেয়েছি। প্রতিষ্ঠানগুলো নিজেদের যন্ত্রপাতি পরীক্ষা করে দেখছে। আগুনে সরঞ্জামাদি সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। এখন অন্য সার্ভারে সংযোগ হস্তান্তরের কাজ চলছে। আশা করছি, রাতের মধ্যে ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সেবা ৮০ শতাংশ পুনরুদ্ধার হবে।’


বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগে। এতে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে আগুন পুরোপুরি নিভে যায়। ভবনটিতে শীর্ষস্থানীয় কিছু ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানের ডেটা সেন্টার রয়েছে, যার মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত