ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করেছে গোবিন্দাসী ইমাম-মুয়াজ্জিম পরিষদ ও সর্বস্তরের তাওহীদি জনতা।
শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে জুম্মার নামাজের পর গোবিন্দাসী ইমাম-মুয়াজ্জিম পরিষদ ও সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা শহিদুল ইসলাম ভূঞাপুরী, ভূঞাপুর থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুল্লাহ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার, গাবসারা দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা আব্দুর রউফ, মুফতি মনজুরুল আহসান, মাওলানা বেলাল হোসেন সহ স্থানীয় ওলামায়েকেরাম বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ফিলিস্তিনিদের উপর যে নির্মম গণহত্যা, জুলুম ও নির্যাতন করা হচ্ছে, তা দ্রুত বন্ধ্যের জন্য জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানান। সেই সাথে বিশ্ববাসীকে যার যার অবস্থান থেকে ফিলিস্তিনিবাসীর পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান তারা। মিছিল শেষে ফিলিস্তিনবাসীর উপর হত্যাযজ্ঞে নিহত শহীদদের আত্মার শান্তি কামনা ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন- গোবিন্দাসী ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি ও গোবিন্দাসী বাজার মসজিদের ইমাম হাজী মোঃ শহীদুল ইসলাম।