শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
মালয়েশিয়ার নতুন রাজা হচ্ছেন সুলতান ইব্রাহিম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৬:৫৩ PM
মালয়েশিয়ার পরবর্তী রাজা হচ্ছেন দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের সুলতান ইব্রাহিম সুলতান ইসকান্দর। প্রভাবশালী ও স্পষ্টভাষী সুলতান ইব্রাহিমকে দেশটির রাজপরিবারগুলো তাকে পরবর্তী রাজা নির্বাচন করেছে।

সুলতান ইব্রাহিম বর্তমান বাদশাহ আল-সুলতান আবদুল্লাহর কাছ থেকে ৩১শে জানুয়ারী, ২০২৪-এ দায়িত্ব গ্রহণ করবেন বলে শাসকদের সিলের রক্ষক শুক্রবার এক বিবৃতিতে বলেছেন। খবর রয়টার্সের।

মালয়েশিয়ায় রাজা মূলত একটি আনুষ্ঠানিক ভূমিকা পালন করে থাকেন। কিন্তু দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার কারণে রাজতন্ত্র আরও প্রভাবশালী হয়ে উঠেছে। ফলে ক্ষমতাসীন রাজা তার বিবেচনামূলক ক্ষমতা ব্যবহার করতে আরও বেশি করে প্ররোচিত হচ্ছেন।

মালয়েশিয়ার একটি অনন্য ব্যবস্থা রয়েছে। দেশটিতে রাজপরিবার মোট নয়টি। এই রাজপরিবারের প্রধানরা পাঁচ বছরের জন্য দেশের রাজা হতে পারেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা বিদ্যমান যেখানে রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন রাজা।

অন্যান্য ঐতিহ্যবাহী মালয়েশিয়ার শাসকদের থেকে ভিন্ন সুলতান ইব্রাহিম রাজনীতি সম্পর্কে স্পষ্টবাদী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার ভাল সম্পর্ক রয়েছে।

সুলতানের বিলাসবহুল গাড়ি এবং মোটরসাইকেলের একটি বড় সংগ্রহ রয়েছে বলে জানা গেছে। এমনকি রিয়েল এস্টেট থেকে শুরু করে খনি পর্যন্ত বিস্তৃত ব্যবসায়ও রয়েছে তার।

রাজা আল-সুলতান মালয়েশিয়ার রাজনীতিতে অস্বাভাবিকভাবে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তার প্রভাবেই দেশটির সর্বশেষ তিন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত