বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
আখাউড়ায় মাঠে আওয়ামী লীগ, নেই বিএনপি, সতর্ক পুলিশ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ২:৩৭ PM
বিএনপি-জামায়াতের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের তেমন প্রভাব পড়েনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। স্বাভাবিক রয়েছে জনজীবন।

রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত আখাউড়া পৌর শহরসহ বিভিন্ন এলাকার পয়েন্টগুলো ঘুরে হরতালের সমর্থনে কোনো মিছিল মিটিং চোখে পড়নি। এমনকি হরতাল সমর্থিত দলের নেতা কর্মীদেরও দেখা যায়নি।তবে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, জনসাধারণের জানমাল রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া হয়েছে। 
যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছি আমরা।

এদিকে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চের সামনে জড়ো হয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে। বিএনপি জামায়াতের সন্ত্রাসের নৈরাজ্যর অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ শান্তি সমাবেশ করছে উপজেলা আওয়ামী লীগ।

হরতালের সমর্থনে কোনো মিটিং, মিছিল না করার বিষয়ে জানতে চাইলে আখাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ খোরশেদ আলম ভুঁইয়া ফোনে বলেন, গতরাতে পুলিশ বিনাকারণে আমাদের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। সকালে আমরা কর্মসূচি পালনের চেষ্টা করেছিলাম কিন্তু গতরাত থেকে পুলিশি তান্ডবের কারণে আমাদের নেতাকর্মীরা এলাকার ছাড়া। আমরা আমাদের কর্মসূচি পালনের চেষ্টা করছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত