শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
নন্দীগ্রামে বিনামূল্যে সার-বীজ বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৩:২৮ PM
বগুড়ার নন্দীগ্রামে ৫১৫০ জন কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। সোমবার (৩০অক্টোবর) উপজেলা হল রুমে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম,ভুট্টা,সরিষা,মুগডাল,মসুর,শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ এবং সার প্রদান করে উপজেলা কৃষি অফিস।

উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের  সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ গাজীউল হক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য্য উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু,প্রাণীসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী। এসময় আরো বক্তব্য রাখেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম,শাহাদত হোসেন, সোহেল রানা,শাহারুল ইসলাম, আব্দুস সালাম, খাদেমুল ইসলাম সুজন কুমার,নাজমুল হক,গোলাম মোস্তফা,সুমাইয়া ইয়াছমিন,মুস্তারিন নুসরাত প্রমুখ। 

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৩-২৪ অর্থবছরে এ উপজেলায় বিনামূল্যে  রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় গম ৫০০ জন, ভুট্টা ৩৫০ জন, সরিষা ৪২০০ জন, শীতকালীন পিয়াজ ৪০ জন, মুগ ৪০ জন, মসুর ২০ জন, সর্বোমোট ৫১৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন,সাবেক এস এ পিপিও মোঃ নজরুল ইসলাম।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত